বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্দিষ্ট কয়েকটি কোম্পানির মতামত চাওয়ায় বিআইএ’র প্রশ্নের মুখে আইডিআরএ

  |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

নির্দিষ্ট কয়েকটি কোম্পানির মতামত চাওয়ায় বিআইএ’র প্রশ্নের মুখে আইডিআরএ

নির্দিষ্ট কয়েকটি কোম্পানির মতামত চাওয়ায় বিআইএ’র প্রশ্নের মুখে আইডিআরএ

সাধারণ বীমা কর্পোরেশনের পাশাপাশি সেনা ইন্স্যুরেন্সকে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত নন লাইফ বীমা পলিসি অবলিখনের এখতিয়ার দেয়া যায় কি না; সে বিষয়ে শুধু নির্দিষ্ট কয়েকটি কোম্পানির মতামত চাওয়ায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
সম্প্রতি আইডিআরএ’র চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে ‘কর্তৃপক্ষের এই দৃষ্টিভঙ্গি কাম্য নয়’ বলে উল্লেখ করেছেন বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রেরিত পত্রের বিষয়ে সকল নন লাইফ বীমা কোম্পানির স্বার্থ জড়িত। অথচ কিছু সংখ্যক বীমা কোম্পানিকে উল্লেখ করে মতামত চাওয়া হয়েছে- যা প্রশ্নবিদ্ধ এবং কর্তৃপক্ষের এরূপ দৃষ্টিভঙ্গি আদৌ কাম্য নয়।’

তিনি আরো লিখেছেন, ‘বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ধারা ১৬ (১) অনুযায়ী সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোন ঝুঁকি বা দায় সম্পর্কিত সকল প্রকার নন-লাইফ বীমা পলিসি অবলিখনের এখতিয়ার শুধু সাধারণ বীমা কর্পোরেশনের বলে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি বলেন, বিআইএকে সকল নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একই ব্যাখ্যা পাঠিয়েছে।’

চিঠিতে তিনি লিখেছেন, ‘বিআইএ মনে করে বীমাকে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিকেন্দ্রিক করে বিভাজন করা মোটেও সমিচীন নয়।’ চিঠিতে এসব বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে আইডিআরএ’র প্রতি আহ্বান জানান বিআইএ প্রেসিডেন্ট।

জানা যায়, প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পাশাপাশি সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে দেয়া যায় কি না; সে বিষয়ে মতামত চেয়ে গত ২৫ মে অংশীজনদের কাছে চিঠি পাঠায় আইডিআরএ। সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্টসহ নন লাইফ বীমা খাতের ৪৬ টি কোম্পানির মধ্যে মাত্র ১১ টি কোম্পানির মতামত চেয়ে এই চিঠি দেয়া হয়। তবে বিষয়টিতে সকল কোম্পানির স্বার্থসংশ্লিষ্টতা থাকলেও সুনির্দিষ্ট কয়েকটির কাছে মতামত চাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে খাত সংশ্লিষ্টরা। যার প্রেক্ষিতে আইডিআরএ চেয়ারম্যানকে এই চিঠি পাঠান বিআইএ প্রেসিডেন্ট।

মতামত চেয়ে কোম্পানিগুলোকে দেয়া আইডিআরএ’র চিঠিতে বলা হয়, “সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থার নন লাইফ বীমা পলিসি অবলিখন করার অনুমতি প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিকট আবেদন করা হয়েছে।
বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ধারা ১৬ (১) অনুযায়ী সরকারি সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি সংশ্লিষ্ট কোন ঝুঁকি বা দায় সম্পর্কিত সকল প্রকার নন-লাইফ বীমা ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশন ১০০% অবলিখন করে এর ৫০% নিজের নিকট রেখে অবশিষ্ট ৫০% সকল বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টনের বিষয়টি উল্লেখ রয়েছে। এই আইনের ১৬ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রয়োজনে এ সীমা পুনঃনির্ধারণ করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে।

বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ১৬(১) ধারায় বর্ণিত সরকারি সম্পত্তি সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক ১০০% অবলিখনের হার পরিবর্তন করে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত বীমার অবলিখনের সুযোগ সাধারণ বীমা কর্পোরেশনের পাশাপাশি সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে প্রদান করা যায় কি না তদ্বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মতামত প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]