বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মায়ামিতে খেলতে চায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের আপত্তি

  |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   26 বার পঠিত

মায়ামিতে খেলতে চায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের আপত্তি

মায়ামিতে খেলতে চায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের আপত্তি

২০১৮-১৯ মৌসুমে প্রথমবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে লা লিগার ম্যাচ আয়োজনের প্রস্তাব করেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু ফিফা, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) ও যুক্তরাষ্ট্র সকার অ্যাসোসিয়েশনের আপত্তিতে তা আর সম্ভব হয়নি। এবার একই শহরে লা লিগার একটি ম্যাচ খেলতে চায় বার্সেলোনা ও ভিয়ারিয়াল। আরএফইএফের অনুমোদনের পর তারা যখন ফিফার দিকে তাকিয়ে, তখনই আপত্তি জানাল রিয়াল মাদ্রিদ।

চলতি বছরের ২০ ডিসেম্বর লা লিগার সপ্তদশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-ভিয়ারিয়াল। যা মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে লা লিগা ও আরএফইএফ। ক্লাব দুটি এর আগেই তাতে সম্মতি দিয়েছে। কিন্তু স্পেনের বাইরে নিজেদের প্রধান কোনো লিগের ম্যাচ আয়োজনকে ‘অন্যায্য সুবিধা দেওয়ার পাশাপাশি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে’ বলে মন্তব্য করেছে রিয়াল।

এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করে আরএফইএফ এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মায়ামিতে ম্যাচ আয়োজন হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূল নীতি লঙ্ঘন করবে।’ একইসঙ্গে বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল সংস্থা ও সুপ্রিম স্পোর্টস কাউন্সিলকে যেন চাপ দেয় সেজন্য উয়েফার দৃষ্টি আকর্ষণ করেছে রিয়াল মাদ্রিদ।

বেশ কয়েক বছর ধরেই লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের সঙ্গে মুখোমুখি অবস্থানে রিয়াল মাদ্রিদ। উভয়পক্ষের পাল্টাপাল্টি দোষারোপের ঘটনা স্প্যানিশ ফুটবলের ভক্তদের কাছে অজানা নয়। গত বছরই লা লিগা প্রধান জানিয়েছিলেন, ২০২৫-২৬ মৌসুমে নিজেদের প্রথম কোনো প্রতিযোগিতার ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চান তিনি। ২০১৯ সালে প্রথমবার বার্সেলোনা-জিরোনা ম্যাচ সেখানে আয়োজনের চেষ্টা হয়েছিল। এরপর গত মৌসুমে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ আয়োজনও ব্যর্থ হয় ফিফার বিরোধীতায়।

বিদেশের মাটিতে নির্দিষ্ট কোনো দেশের লিগ আয়োজনের প্রভাব নিয়ে তদন্তও করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ছাড়া লা লিগার ম্যাচ আয়োজনে বাধা হওয়ায় ফিফার গভর্নিং বডিকে আইনি পথেও নিয়ে যায় লা লিগার যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক অংশীদার ‘রেলেভেন্ট স্পোর্টস’। কেবল লা লিগাই শীর্ষ ইউরোপিয়ান লিগ হিসেবে বিদেশে ম্যাচ আয়োজনে ইচ্ছুক নয়, ইতালি ফুটবল ফেডারেশনও ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মাঠে এসি মিলান বনাম কোমো’র সিরি–আ’র ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।

এদিকে, লা লিগার পরিকল্পনা বাস্তবায়নে আরও অনেক পক্ষের সম্মতি লাগবে। এখনও উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনকাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]