
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
হজ ও ওমরাহ ফেয়ারে স্পন্সর হিসেবে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ১৪-১৬ আগস্ট বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি হাবের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের ইভিপি, করপোরেট অ্যাফেয়ার্স ও সিএসআর প্রধান মো. মুশফিকুর রহমান স্পন্সরশিপের একটি চেক হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam