
| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 177 বার পঠিত
হামজাকে পেতে এখনো আশাবাদী বাফুফে
দেশের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার খেলা নিয়ে কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক খবর ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইংল্যান্ড যুব দলে খেলায় বাংলাদেশের জার্সি গায়ে হামজার খেলার সম্ভাবনা আটকে আছে ফিফার দফতরে। প্রয়োজনীয় সব তথ্যা ফিফাকে পাঠিয়েছে বাফুফে। তবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে সবুজ সঙ্কেত পাচ্ছে না বাংলাদেশ।
এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যম খবর ছাপিয়েছে, মার্চে হামজাকে নিয়েই তাদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। আগামী বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে এশিয়ান কাপ-২০২৭ এর বাছাইয়ের তৃতীয় পর্ব। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।
ভারতের মাটিতে খেলা হলে বলে চার মাস আগে থেকেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুই দল নিয়ে শুরু হয়েছে আলোচনা।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam