বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির জায়গায় যাকে ভাবছে ভারত!

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   56 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির জায়গায় যাকে ভাবছে ভারত!

সংগৃহীত ছবি

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে রানের পসরা সাজিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে সাতশ’র বেশি রান করে নজির গড়েন কোহলি। দল শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও দারুণ ফর্মে থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন তিনি। তবে মাস সাতেক পর শুরু হতে যাওয়া আরেকটি বিশ্বকাপে খেলবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন।

অবশ্য তাকে দেখা না গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে খেলছেন না বিশ্বসেরা এই ব্যাটার।

ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাকা নয় কোহলির। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তারা কোহলির সঙ্গে বসবেন বলে জানা গেছে। এমনকী টি-টোয়েন্টি থেকে অবসর নিতে পারেন কোহলি-এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ছে।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক করেন। ঘরের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ফোকাস তাদের। বিশ্বকাপের আগে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ পাচ্ছে ভারত। তার মধ্যে তিনটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাকি তিনটি আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের মাটিতে।

এদিকে কোহলি, রোহিত এবং বুমরাহ দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন। এর অর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগঠনের আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পাওয়া যাচ্ছে। সেই প্রতিবেদন অনুযায়ী, রোহিত ও বুমরাহ প্রথম একাদশে পাকা। কিন্তু কোহলির জায়গা পাকা এ কথা বলা যাচ্ছে না। মিটিংয়ে উপস্থিত বোর্ড কর্তারা রোহিতকে জানিয়েছেন, তারা চান বিশ্বকাপে হিটম্যানই দলকে নেতৃত্ব দিক। রোহিত এবং কোহলি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে আর নামেননি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারবে এমন কাউকে চাইছেন তারা। তিন নম্বরের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে ঈশান কিষাণকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঈশান কিষাণ ভালো ইনিংস খেলেন।

তবে আইপিএল বাকি আছে এখনো। এ ছাড়া যে ফরম্যাটে কোহলিকে নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলছে, সেই টি-টোয়েন্টিতেও কোহলির সাফল্য রয়েছে। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে ওপেন করেন। কিন্তু টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট পাকা। রোহিত খেললে তার সঙ্গে অন্য কাউকে জুড়ে দেওয়া হবে ওপেনিং স্লটে।

কোহলির সঙ্গে বোর্ডের সিনিয়র সদস্যরা দ্রুতই আলোচনায় বসবেন। কোহলির কাছ থেকে জানতে চাইবেন টি-টোয়েন্টি নিয়ে তার ভাবনা কী।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]