বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথইস্ট ব্যাংকে ‘জেনারেটিভ এআই’ নিয়ে সম্মেলন

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   157 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকে ‘জেনারেটিভ এআই’ নিয়ে সম্মেলন

সাউথইস্ট ব্যাংকে ‘জেনারেটিভ এআই’ নিয়ে সম্মেলন। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকায় ‘জেনারেটিভ এআই, এজেন্টিক এআই এবং ব্লকচেইন এবং ব্যাংকিংয়ের ভবিষ্যৎ পুনর্নির্ধারণ’ শীর্ষক এক্সিকিউটিভ কনফারেন্স সফলভাবে আয়োজন করেছে। অনুষ্ঠানে ব্যাংকের ৭০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। যা ব্যাংকের উদ্ভাবন ও কর্মীবাহিনীর দক্ষতা উন্নয়নের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন। তিনি সাউথইস্ট ব্যাংকের প্রযুক্তিগত রূপান্তরে নেতৃত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি এবং দ্রুত পরিবর্তনশীল শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের প্রশিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য খোন্দকার আতিক-ই-রাব্বানি, এফসিএ। তিনি জেনারেটিভ এআই, এজেন্টিক এআই এবং ব্লকচেইনের ব্যাংকিং খাতে রূপান্তরকারী সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনাগুলো অংশগ্রহণকারীদের প্রযুক্তিগুলোর বাস্তব প্রয়োগ অন্বেষণে অনুপ্রাণিত করে এবং উদ্ভাবন, সহযোগিতা ও ব্যাংকের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৌশলগত চিন্তার উন্নয়ন ঘটায়। এই উল্লেখযোগ্য আয়োজন সাউথইস্ট ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ এবং একটি টেকসই ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রতিষ্ঠানের রূপায়ণে কর্মীদের প্রশিক্ষিত করার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]