
| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 166 বার পঠিত
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
চট্টগ্রামের নারীদের নিয়ে ‘অনলাইন বিজনেস অপারেশন অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি’ বিষয়ে একটি কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সম্প্রতি বহুজাতিক ব্যাংকটি চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) সঙ্গে এ কর্মশালা আয়োজন করে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মশালায় ৩৪ জন অংশগ্রহণকারীকে অনলাইন টুল ব্যবহার করে ব্যবসায়িক কার্যকলাপ ও আর্থিক সিদ্ধান্তে পারদর্শী হতে সহায়তা করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কনজিউমার এবং প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির আহমেদ বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারী নেতৃত্বাধীন ব্যবসাগুলোর ভূমিকা অনস্বীকার্য। এই কর্মশালার মাধ্যমে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড সন্তুষ্ট।
তাই স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক অন্তর্ভুক্তিতে সিডব্লিউসিসিআই ও এসএমই ফাউন্ডেশন সাথে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।”
চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা বলেন, “সিডব্লিউসিসিআই, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি প্রশংসনীয় সহযোগিতার নমুনা হলো এই কর্মশালাটি। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আধুনিক বিশ্বের ব্যবসা পরিস্থিতিতে টিকে থাকার জন্য তথ্য প্রযুক্তির উপর সুবিধা নিতে ও আর্থিক সক্ষমতা অর্জনে উদ্বুদ্ধ করে।”
এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদুর রহমান বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের একটি স্বনামধন্য আন্তর্জাতিক ব্যাংক এবং নারীর ক্ষমতায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। আমরা তাদের অংশীদার হতে পেরে গর্বিত।”
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam