
| বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
ব্র্যাক ব্যাংকে কর্মীদের জন্য ইনডোর গেমস টুর্নামেন্ট অনুষ্ঠিত
কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক একটি ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে ব্যাংকের প্রায় ৫০০ কর্মী অংশগ্রহণ করেন। আজ বুধবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যারাম, টেবিল টেনিস, দাবা ও ব্যাডমিন্টনের মতো খেলাধুলার আয়োজন করা হয়। নারী ও পুরুষ উভয়ই একক, দ্বৈত ও মিশ্র বিভাগে অংশ নেয়ার সুযোগ পান। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ৯ জন পুরুষ ও ৮ জন নারী বিজয়ী হন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন। তিনি বলেন, ব্র্যাক ব্যাংকে আমরা একটি সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই টুর্নামেন্টের মাধ্যমে সহকর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব এবং একে-অন্যের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির বার্তা দিতে চেয়েছি। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং কর্মক্ষেত্রে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরির অংশ।
ইনডোর গেমস ছাড়াও ব্র্যাক ব্যাংক কর্মীদের জন্য ইয়োগা সেশন, রিডিং ক্লাব, মিউজিক ক্লাব ও রানার্স ক্লাবের মতো নানা ব্যতিক্রমী উদ্যোগ চালু রেখেছে, যা কর্মক্ষেত্রে সুস্থতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।
Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam