বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শ্রীলংকায় সিরিজ জয়ের আরেকটি সুযোগ

  |   বুধবার, ১৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

শ্রীলংকায় সিরিজ জয়ের আরেকটি সুযোগ

শ্রীলংকায় সিরিজ জয়ের আরেকটি সুযোগ

দ্বীপ দেশ শ্রীলংকায় কখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। ২০২৫ সালের চলতি সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলংকা। ওয়ানডেতে সুযোগ এলেও তা লুফে নিতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজও আজ শেষ। বাংলাদেশের জন্যও শেষ সুযোগ। কলম্বোয় তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে নিলেই ২-১-এ সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। সিরিজ নির্ধারণী এ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

গলে রোমাঞ্চকর ড্রয়ের পর কলম্বো টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দেয় শ্রীলংকা। ওয়ানডে সিরিজে কলম্বোয় ছিল প্রথম দুই ম্যাচ। লংকানরা শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। তাতে জমে যায় সিরিজ। যদিও পাল্লেকেলেতে শেষ ম্যাচটি দাপটে জিতে ২-১-এ সিরিজ নিশ্চিত করে সিংহলিজরা। অপেক্ষাও বাড়ে টাইগারদের। চলতি সফরে অবশ্য সুযোগ শেষ হয়ে যায়নি।

রোববার স্বাগতিকদের ৮৩ রানের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। ৭৬ রানের ক্যাপ্টেনস নক খেলে দলকে জেতায় লিটন দাস। সঙ্গে ছিল শামীম হোসেনের অলরাউন্ড নৈপুণ্য আর বোলারদের সম্মিলিত প্রচেষ্টা। সব মিলিয়ে সিংহলিজদের ব্যাট-বলে বিধ্বস্ত করে সিরিজে ফিরেছে অতিথি দল। ওই জয়ে শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ এসেছে টাইগারদের সামনে।

দ্বীপদেশে এটা বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ। ২০১৩ সালে এক ম্যাচের সিরিজ হারলেও ২০১৭ সালে দুই ম্যাচে সিরিজ ড্র করতে সমর্থ হয় টাইগাররা। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শ্রীলংকার মাঠে ৭টি ম্যাচ খেলে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী। টাইগারদের ৪ জয়ের বিপরীতে সিংহলিজরা জিতেছে ৩টি। অবশ্য সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯ বারের মোকাবেলায় লংকানরা ১২টি ও বাংলাদেশ ৭টি জয় পেয়েছে।

এর বাইরে শ্রীলংকায় সাতটি ওয়ানডে সিরিজ খেলে কখনো জেতা হয়নি বাংলাদেশের। ৫০ ওভারের ফরম্যাটে লংকায় দুটি সিরিজ ড্র করতে সমর্থ হয় টাইগাররা। শ্রীলংকার মাঠে সাতটি টেস্ট সিরিজেও জয়হীন বাংলাদেশ। ২০১৭ সালে দুই টেস্টের সিরিজ ড্র করাই এখন পর্যন্ত সেরা সাফল্য।

তিন ফরম্যাট মিলিয়ে শ্রীলংকায় প্রথমবার সিরিজ জিততে পারলে তা হবে লিটন দাসের দলের জন্য দারুণ এক অর্জন। রোববার ডাম্বুলায় শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও শেষ পর্যন্ত লিটনের ৭৬ রানের রাজসিক ইনিংসে ভর করে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট দিতে সমর্থ হয় বাংলাদেশ। এ রান তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় চারিথ আসালঙ্কার দল।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]