
| বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
শ্রীলংকায় প্রথম সিরিজ জয়ের কীর্তি বাংলাদেশের
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে হারাল বাংলাদেশ। গতকাল কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় লিটন দাসের দল। দ্বীপদেশে এই প্রথম কোনো সিরিজ জিতল টাইগাররা। চলতি সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও এবার টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল অতিথিরা।
এর আগে গলে রোমাঞ্চকর ড্রয়ের পর কলম্বো টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দেয় শ্রীলংকা। ওয়ানডে সিরিজে কলম্বোয় ছিল প্রথম দুই ম্যাচ। লংকানরা শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। তাতে জমে যায় সিরিজ। যদিও পাল্লেকেলেতে শেষ ম্যাচটি দাপটে জিতে ২-১-এ সিরিজ নিশ্চিত করে সিংহলিজরা। এরপর টি-টোয়েন্টি সিরিজেও শুরুতে হেরে বসে বাংলাদেশ। রোববার স্বাগতিকদের ৮৩ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। ৭৬ রানের ক্যাপ্টেনস নক খেলে দলকে জেতান লিটন দাস। সঙ্গে ছিল শামীম হোসেনের অলরাউন্ড নৈপুণ্য আর বোলারদের সম্মিলিত প্রচেষ্টা। ওই জয়ে সিরিজ জয়ের সুযোগ টিকে থাকে। এবার শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নিল বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেয়েই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মেহেদী হাসান।
২০১৩ সালে এক ম্যাচের সিরিজ হারলেও ২০১৭ সালে দুই ম্যাচের সিরিজ ড্র করতে সমর্থ হয় টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শ্রীলংকার মাঠে ৭টি ম্যাচ খেলে ৪টি জিতে এগিয়ে ছিল বাংলাদেশ, সিংহলিজরা জিতেছে ৩টি। ২০ ওভারের ফরম্যাটে এবার লংকায় ধরা দিল সিরিজ জয়ের গৌরব।
এর বাইরে শ্রীলংকায় সাতটি ওয়ানডে সিরিজ খেলে কখনো জেতা হয়নি বাংলাদেশের। ৫০ ওভারের ফরম্যাটে লংকায় দুটি সিরিজ ড্র করতে সমর্থ হয় টাইগাররা। শ্রীলংকার মাঠে সাতটি টেস্ট সিরিজেও জয়হীন বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর—
শ্রীলংকা: ২০ ওভারে ১৩২/৭ (পাথুম ৪৬, কামিন্দু ২১; মেহেদী ৪/১১)। বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (তানজিদ ৭৩, লিটন ৩২, তাওহীদ ২৭; কামিন্দু ১/২১)। ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। সিরিজ: বাংলাদেশ ২-১-এ জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: মেহেদী হাসান (বাংলাদেশ)। প্লেয়ার অব দ্য সিরিজ: লিটন দাস (বাংলাদেশ)।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam