
| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি খেলতে চান নাইম
অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মাসে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে যাওয়ার ইচ্ছা রয়েছে টাইগার স্পিনার নাইম হাসানের। টেস্টে খেললেও অন্য ফরম্যাটে তাকে সেভাবে দেখা যায় না। সে কারণে অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন নাইম।
এ প্রসঙ্গে বাংলাদেশের ডানহাতি স্পিনার গণমাধ্যমকে বলেন, ‘আমি তিন ফরম্যাটে খেলার মতো করেই নিজেকে প্রস্তুত করছি। জাতীয় দলে শুধু টেস্ট ক্রিকেট খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতেও খেলি। আমি নিজেকে তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবেই চিন্তা করি।’
আগে কখনোই অস্ট্রেলিয়ায় খেলেননি নাইম। তাই ওই কন্ডিশনের জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন অচেনা। কোনো সময় খেলা হয়নি। যদি আমাকে নেয় (এ দলে) তাহলে অবশ্যই যাব। নতুন কন্ডিশন জানব, বুঝব কী করতে হবে ওখানে। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলে ওরাই ‘এ’ দলে থাকে। ওদের সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। এটা আমাদের জন্য ভালো হবে। পরে যদি অস্ট্রেলিয়ায় আবার খেলার সুযোগ হয়, এখন খেলতে পারলে আমার জন্য সহজ হবে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জোর দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার, ‘ব্যাটিং নিয়েও কাজ করা হচ্ছে। চেষ্টা করছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য যেন সেক্ষেত্রেও দলে অবদান রাখতে পারি। আমার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি, আমার দলের জন্যই ভালো হবে। লোয়ার অর্ডার ব্যাটাররা বড় স্কোর করতে পারলে ড্যামেজ নিয়ন্ত্রণ হয়ে যায়। চেষ্টা করছি নিজের ব্যাটিং ওই জায়গায় নিয়ে যাওয়ার।’
আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নাইম বলেন, ‘আলহামদুলিল্লাহ, (টি-টোয়েন্টি দল) খুব ভালো খেলছে। আমার বিশ্বাস ওখানে (এশিয়া কাপ ও বিশ্বকাপ) ওরা অনেক ভালো করবে। মোমেন্টাম পেলে বাংলাদেশ ভালো কিছু করবে।’
Posted ৫:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam