
| রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত
ইংল্যান্ড সফরে ৭৫৪ রান করেছেন শুবমান গিল
পাঁচ টেস্টের সিরিজে সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে করা তার ৯৭৪ রান আজও কেউ ভাঙতে পারেনি। তার আগের বছর অস্ট্রেলিয়া সফরে ৯০৫ রান করেছিলেন ইংলিশ গ্রেট ওয়ালী হ্যামন্ড। নয়শর বেশি রান এ দুজনেরই। আটশর ঘরে রান আছে সাতজনের। সাতশর বেশি করেছেন ২৭ জন, যাদের অন্যতম ভারতের শুবমান গিল। চলতি ইংল্যান্ড সফরে ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংস শেষে তার নামের পাশে ৭৫৪ রান, সিরিজে সেঞ্চুরি করেছেন ৪টি।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam