
| বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 49 বার পঠিত
বাই রেইন, হিউন বিন, জ্যাং কিউন সুক, কিম সু-হিউন, লি জং সুক,
কোরিয়ান চলচ্চিত্র শিল্পে প্লাস্টিক সার্জারি একটি সাধারণ বিষয়। বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করা হয় এবং অনেক তারকাই সার্জারি করেছেন। কিন্তু কিছু কোরিয়ান অভিনেতা তাদের প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে কোনো কৃত্রিম পরিবর্তনের পথে যাননি। এদের মধ্যে আছেন লি মিন হো, কিম সু-হিউন, বাই রেইন, জ্যাং কিউন সুক, হিউন বিন, লি জং সুকসহ আরো অনেকে।
লি মিন হো তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। দক্ষিণ কোরিয়ার ডংজাক জেলায় জন্ম নেয়া এ অভিনেতা বয়েজ ওভার ফ্লাওয়ারস ড্রামায় ‘গু জুন প্যো’র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তাকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুজব ছড়িয়েছে। কিন্তু তা সত্য নয়। তার পিআর এ ধরনের সব গুজব অস্বীকার করেছে।
কুইন অব টিয়ার্সের তারকা কিম সু-হিউন। তিনি বহু প্রশংসিত সিরিজে অভিনয় করেছেন এবং অসংখ্য পুরস্কার জিতেছেন। তাকে নিয়েও প্লাস্টিক সার্জারির গুজব উঠেছিল। তবে তিনি এ গুজব দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
বাই রেইনের আসল নাম জং জি-হুন। তিনি একজন বহুল প্রশংসিত কোরিয়ান অভিনেতা। স্পিড রেসার ও নিনজা অ্যাসাসিন নামের হলিউড সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। ছোটবেলায় একবার প্লাস্টিক সার্জারির কথা ভাবলেও বাস্তবে তা করেননি। এ নিয়ে রেইন বলেছিলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন সবাই বলত আমি কুৎসিত। সার্জারি প্রায় করেই ফেলছিলাম। পার্ক জিন ইয়ং আমাকে বলেছিল সার্জারি করতে।’ কিন্তু পরে সিদ্ধান্ত থেকে সরে যান।
জ্যাং কিউন সুক একজন বহুমুখী শিল্পী। যিনি অভিনয় ও সংগীত উভয় বিষয়ে সমান পারদর্শী। তিনি লেট মি ক্রাই ও ইমোশনের মতো গানে কণ্ঠ দিয়েছেন এবং বহু কে-ড্রামা ও সিনেমায় অভিনয় করেছেন। তাকে নিয়েও নাকের সার্জারির গুজব ছড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে পড়ে গেল—আমাকে নিয়ে গুজব ছিল যে আমি নাকের সার্জারি করিয়েছি। বিষয়টি আমি আগেই অস্বীকার করেছি।’
ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান হিউন বিন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন এবং অসংখ্য পুরস্কার পেয়েছেন। সফলতার পাশাপাশি তাকেও প্লাস্টিক সার্জারির গুজব পোহাতে হয়েছে। তবে তিনি এসব গুজবকে অস্বীকার করেছেন।
আরেক জনপ্রিয় অভিনেতা লি জং সুক। তিনি আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস ও ডব্লিউর মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করেছেন। তাকে নিয়েও নাকের সার্জারির গুজব রয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি কখনই ছুরি-কাঁচির নিচে যাননি।
এ অভিনেতারা প্রমাণ করেছেন, আত্মবিশ্বাস ও প্রকৃত সৌন্দর্যই আসল। তারা তাদের প্রাকৃতিক চেহারা নিয়ে গর্বিত, যা তাদের জনপ্রিয়তার একটি বড় কারণ।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam