বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদযাপিত

  |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   39 বার পঠিত

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদযাপিত

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদযাপিত

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স ২০২৪ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে।

এক বছরের প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি উদযাপন হিসেবে ব্যাংকটি ‘লার্নার টু লিডার’ শীর্ষক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ডিজাইন করা হয়েছে দেশের ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার লক্ষ্যে। এই প্রোগ্রামের আওতায় এক বছর ধরে ৪৯ জন ইয়াং লিডার ডিজিটাল ইনোভেশন, বিজনেস অপারেশনস, কমপ্লায়েন্স ও রিস্ক ম্যানেজমেন্টসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ক্লাসরুম প্রশিক্ষণ, প্রজেক্টভিত্তিক অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ও ডিভিশনে কাজের মাধ্যমে ব্যাংকটি ইয়াং লিডারদের পূর্ণাঙ্গ পেশাগত দক্ষতা গড়ে তোলে।

৩১ জুলাই ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইয়াং লিডাররা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক ইয়াং লিডারকে স্মারক উপহার ও প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির নিয়োগপত্র প্রদান করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান অনুষ্ঠানে বলেন, “আমাদের সহকর্মীরাই সাফল্যের মূল ভিত্তি। এই ইয়াং লিডাররাই ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নেতৃত্ব। আমরা ট্যালেন্টের প্রতি বিনিয়োগে বিশ্বাস করি এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করি। তরুণ পেশাজীবীরা শেখার মাধ্যমে বেড়ে উঠে দেশে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে, সেটাই আমাদের লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং দেশের ভবিষ্যৎ ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রাম ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন এবং দেশের আর্থিক খাতে তরুণ পেশাজীবীদের কার্যকর অবদান রাখার প্রতিশ্রুতির প্রকাশ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]