
| শনিবার, ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
মালদ্বীপে নতুন হাইকমিশনার নাজমুল ইসলাম
দ্বীপদেশ মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন ৩৩ বছর বয়সী ড. মো. নাজমুল ইসলাম। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. নাজমুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
নাজমুল ইসলাম বর্তমানে তুরস্কের আঙ্কারা ইলদিরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের এশিয়া অ্যান্ড ইন্দো-প্যাসিফিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। জন্মসূত্রে নোয়াখালীর বাসিন্দা নাজমুলের জন্ম ১৯৯২ সালে। তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ইলদিরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন।
Posted ৬:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam