
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৮৮তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৮৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাওলানা মুফতি শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরিয়াহ পরিপালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, ড. মুফতি ইউসুফ সুলতান ও মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্ এবং সচিব মাওলানা মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ, কোম্পানি সচিব মো. আবুল বাশার ও সিএফও মো. জাফর ছাদেক।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam