বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ ইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি নগদে

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

সাউথ ইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি নগদে

সাউথ ইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি নগদে

এখন থেকে সাউথ ইস্ট ব্যাংকের সঞ্চয় এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে। গতকাল বুধবার সাউথ ইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নগদের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকে টাকা জমা দেয়ার এই কার্যক্রম শুরু হলো।

ফলে নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে। এই পদ্ধতিতে নগদ গ্রাহকরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা, ডিপিএসের টাকা জমা, ঋণের কিস্তি প্রদান করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী, সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ চায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। আর সাউথ ইস্ট ব্যাংকের মতো দ্বিতীয় প্রজন্মের ব্যাংকের সঙ্গে মিলে প্রান্তিক এলাকার মানুষের জীবন পরিবর্তন করতে আমরা এই পার্টনারশিপকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারবো। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেয়ার এই পদ্ধতি শুরু করে আমরা আশা করছি, গ্রাহকদের জীবন আরো সহজ হবে।’

সাউথ ইস্ট ব্যাংকের সঙ্গে নগদের ব্যবসায়ীক কার্যক্রম দীর্ঘদিনের। দুই প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল পার্টনারশিপে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাউথইস্ট ব্যাংক ছাড়াও আরো বেশ কয়েকটি ব্যাংকের ঋণের কিস্তি ও ডিপিএসসহ বিভিন্ন সেবার টাকা নগদের মাধ্যমে জমা দেয়া যায়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]