বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৃষ্টিতে খেলা গড়াল পঞ্চম দিনে, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট

  |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   43 বার পঠিত

বৃষ্টিতে খেলা গড়াল পঞ্চম দিনে, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট

বৃষ্টিতে খেলা গড়াল পঞ্চম দিনে, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট

বৃষ্টি বাধায় ওভাল টেস্ট গড়াল পঞ্চম দিনে। সোমবার শেষ দিন ৪ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডকে করতে হবে মাত্র ৩৫ রান। আর সিরিজ ড্র করতে ভারতকে তুলে নিতে হবে ৪টি উইকট।

৩৭৪ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে শনিবার তৃতীয় দিন মাঠ ছাড়ে ইংল্যান্ড। আজ রোববার চতুর্থ দিন দলীয় ৮২ রানে বেন ডাকেট ও ১০৬ রানে ওলি পোপ সাজঘরে ফিরলে আশা জাগে ভারতের। যদিও তাদের দুশ্চিন্তা বাড়িয়ে ১৯৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যান হ্যারি ব্রুক ও জো রুট। ব্রুক ৯৮ বলে ১১১ রান করে সাজঘরে ফিরে যান। রুট ১০৫ রান করে আউট হয়ে যান। জেমি স্মিথ ২ ও জেমি ওভারটন শূন্য রানে অপরাজিত থাকার সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তখনো দিনের খেলা প্রায় এক ঘন্টা বাকি ছিল। যদিও বেরসিক বৃষ্টি খেলা হতে দেয়নি।

ওভালে ভারতকে ২২৪ রানে অলআউট করে দেয়া ইংলিশরা ২৪৭ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি (১৬৪ বলে ১১১) ও তিন ফিফটিতে (আকাশ দীপ ৬৬, রবীন্দ্র জাদেজা ৫৩ ও ওয়াশিংটন সুন্দর ৫৩) ভর করে ৮৮ ওভারে ৩৯৬ রান তুলে নেয় সফরকারীরা। দুই ইনিংস মিলে তাদের লিড দাঁড়ায় ৩৭৩ রানের। এতে ইংল্যান্ডের সিরিজ জয়ের সম্ভাবনা পড়ে চ্যালেঞ্জের মুখে। যদিও চতুর্থ উইকেটে ২১১ বলে ১৯৫ রানের রাজসিক এক জুটিতে ভারতকে হতাশ করেন ব্রুক ও রুট। এ দুজনই করেন সেঞ্চুরি। তাদের প্রচেষ্টায় জয় থেকে মাত্র ৩৫ রান দূরে স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ ড্র করতে চাইলে এ টেস্টে জিততেই হবে ভারতকে। ইংলিশদের ড্র করলেই চলে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]