
| বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 28 বার পঠিত
হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর হলো মার্কেন্টাইল ব্যাংক
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ১৪-১৬ আগস্ট বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসান স্পন্সরশিপের ১০ লাখ টাকার একটি চেক হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও ড. মো. জাহিদ হোসেন; ইসলামী ব্যাংকিং শাখা-দিলকুশার প্রধান মো. গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সরকার এবং হেড অব আইএলএমডি তপন জেমস রোজারিও উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন হাবের যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দীন, অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সালেহ রাজী।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam