
| সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 97 বার পঠিত
সংগৃহীত ছবি
দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাস জীবন যাপন করছেন হিল্লোল-নওশীন। ১৩ জুলাই ছিল এ দম্পতির কন্যা মাহভীশা আদনান সৈয়দের প্রথম জন্ম দিন। এ আয়োজনেই তাদের আমন্ত্রণে পূত্র জয়কে নিয়ে হাজির হন শাকিব খান ও অপু বিশ্বাস। ছিলেন আরও বেশ ক’জন তারকা।
আয়োজনের শাকিব-অপুর উপস্থিতির কিছু ছবি ইতোমধ্য নেটদুনিয়ায় ভাইরাল।
শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়া আরও যে তারকা উপস্থিত েছিলেন তারা হলেন রিচি সুলাইমান ও তার স্বামী। যিনি ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে পরিবারসহ অবস্থান করছেন।
অভিনেত্রী রোমানা খান ও তার স্বামী এলিন রহমান নওশীনের কন্যার জন্মদিনে উপস্থিত ছিলেন।
কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন এখন অবস্থান করছেন মার্কিন মুলুকে। নওশীনের দাওয়াতে তার বাড়িতে গিয়েছেন গায়িকাও।
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মাঝে মধ্যে নওশীনের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। এবারও নওশীনের কন্যার জন্মদিনের অনুষ্ঠানে কাটানো নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী বন্যা মির্জাও। তিনিও গিয়েছিলেন সেই অনুষ্ঠানে।
একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি হিল্লোল-নওশীনের মেয়ের জন্মদিনে যোগ দিয়েছিলেন।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam