বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘সন্তানের জীবন কখনই কনটেন্ট তৈরির আইটেম হতে পারে না’

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   42 বার পঠিত

‘সন্তানের জীবন কখনই কনটেন্ট তৈরির আইটেম হতে পারে না’

‘সন্তানের জীবন কখনই কনটেন্ট তৈরির আইটেম হতে পারে না’

সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশে ফেরার পর পুত্র আয়াশকে নিয়ে অশোভন ও মনগড়া মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেতা।

বাড়িতে ফিরেই ছেলের ঘরে গিয়ে ঘুমন্ত আয়াশকে জাগিয়ে দেন। বাবাকে দেখে বিস্মিত হয়ে আনন্দে কেঁদে ফেলে আয়াশ, এমন আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অপূর্ব। ২ মিনিটের এ ভিডিও অসংখ্য দর্শকের হৃদয় ছুঁয়ে গেলেও কিছু ব্যক্তি নেতিবাচক মন্তব্য ছড়াতে শুরু করেন। কেউ দাবি করেন, আয়াশ নাকি বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত। কেউ অভিযোগ তোলেন, অপূর্ব ছেলের প্রতি যথেষ্ট খেয়াল রাখেন না। এসব ভিত্তিহীন মন্তব্য ও গুজব ছড়িয়ে পড়তেই সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান অভিনেতা। এরই মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অপূর্ব লিখেছেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও নেই। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও আজেবাজে বিচার চলে। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিক।’ তিনি আরো বলেন, ‘যারা অন্যের সন্তানকে নিয়ে মনগড়া মন্তব্য করেন, তারা জানেন না প্রতিটি বাবা-মায়ের কাছে তাদের সন্তানই জীবনের সবচেয়ে বড় অংশ। সন্তানের হাসি-কান্না, প্রতিটি অর্জন পিতা-মাতার হৃদয় ভরে তোলে। অনুগ্রহ করে এ অসুস্থতা থেকে বেরিয়ে আসুন।’

অপূর্বর মতে, কারো সন্তানের জীবন কখনই কারো কনটেন্ট তৈরির ‘আইটেম’ হতে পারে না। তাই এ ধরনের গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে। এর আগে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও। তিনি জানান, আয়াশ সবসময় মায়ের সঙ্গেই থাকে, ভালোবাসা ও যত্নে বেড়ে উঠছে এবং প্রয়োজনমতো বাবার কাছেও যায়। সন্তানের সুখকে তারা দুজনই সর্বাধিক গুরুত্ব দেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]