বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৪ ম্যাচ নিষিদ্ধ কারান যে ‘ভয় দেখান’ আম্পায়ারকে

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   88 বার পঠিত

৪ ম্যাচ নিষিদ্ধ কারান যে ‘ভয় দেখান’ আম্পায়ারকে

সংগৃহীত ছবি

জাতীয় দলে অনেকটা ব্রাত্য হলেও, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারান। দুদিন আগেই তাকে দেড়কোটি রুপি দামে দলে ভিড়িয়েছিল আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে অস্ট্রেলিয়ার চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে নেমে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন কারান। আম্পায়ারকে ভয় দেখানোর দায়ে তাকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন এই ইংলিশ পেসার। সেখানেই তার বিরুদ্ধে ‘কোড অব কন্ডাক্টের লেভেল থ্রি’ ধরনের অপরাধ প্রমাণিত হয়েছে। এরপরই বিবৃতি দিয়ে কারানের শাস্তি ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কীভাবে আম্পায়ারকে ভয় দেখিয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার, সেটি ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।

সিএ বলছে, গত ১১ ডিসেম্বর হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপে রানআপের অনুশীলন করছিলেন কারান। ওই সময় ম্যাচের পিচের একটি অংশ দিয়ে দৌড়ান তিনি। পিচ দেখভালের দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার সরে যেতে বলেন তাকে। কিন্তু কারান উইকেটের অন্য প্রান্তে গিয়ে আরেকটি রানআপের চেষ্টা করেন। তখন স্টাম্পের পাশে অবস্থান নেন আম্পায়ার। তিনি কারানকে পিচের দিকে আসতে বাধা দেন এবং পিচ থেকে সরে যেতে বলেন। কিন্তু আম্পায়ারকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেন কারান।

এরপরও কারান রানআপ থামাননি বলে বিবৃতিতে বলা হয়েছে। আরেকটি রানআপ নিয়ে দ্রুতগতিতে তিনি বোলিং ক্রিজে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকে এগোতে থাকেন। সংঘর্ষের ঝুঁকি এড়াতে নিজের ডানে সরে যান আম্পায়ার। পরে তার এমন আচরণ কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভঙ্গ হয়েছে বলে ম্যাচ রেফারি বব প্যারি অভিযোগ দেন।

আম্পায়ারকে ভয় দেখানোর বিষয়টি ওই ধারায় বলা আছে। কেবল আম্পায়ারই নন– ম্যাচ রেফারি, মেডিকেল কর্মীদের ভাষা বা আচরণের মাধ্যমে ভয় দেখানো বা ভয় দেখানোর প্রচেষ্টার কথা বলা আছে ২.১৭ ধারায়। পরে কারান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শুনানিতে অংশ নেন। যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি ইংলিশ পেসার। সে কারণ তার নামে চারটি ‘সাসপেনশন পয়েন্ট’ দেওয়া হয়।

তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সিডনি সিক্সার্স। নিষেধাজ্ঞা বহাল থাকলে সিডনি সিক্সার্সের পরবর্তী চার ম্যাচে খেলতে পারবেন না তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]