বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সবুজ অর্থায়নের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান হতে চায় পূবালী ব্যাংক পিএলসি

  |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   27 বার পঠিত

সবুজ অর্থায়নের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান হতে চায় পূবালী ব্যাংক পিএলসি

মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পূবালী ব্যাংক পিএলসি

মোহাম্মদ আলী। দায়িত্ব পালন করছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে। এর আগে ব্যাংকটির এএমডি ও ডিএমডি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ১০ সাসটেইনেবল ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির এ সাফল্য এবং সাসটেইনেবল ব্যাংকিংয়ের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন ব্যাংক-বীমার খবরের  সঙ্গে সম্প্রতি পূবালী ব্যাংক দেশের শীর্ষ ১০ সাসটেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সাফল্য অর্জনের পেছনে কোন বিষয়গুলো ভূমিকা রেখেছে?

ব্যাংকের আর্থিক সক্ষমতা, সবুজ ও টেকসই খাতে বিনিয়োগের পরিমাণ এবং ব্যাংকের নিজস্ব কার্যক্রমে সবুজ ও টেকসই উদ্যোগ কতটুকু বাস্তবায়ন করা হয়েছে সেটির ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংক সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি দিয়ে থাকে। এ তিন নির্দেশকেই পূবালী ব্যাংক শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বের শীর্ষ ১০টি প্লাটিনাম লিড সার্টিফায়েড শিল্প-কারখানার পাঁচ-ছয়টিই বাংলাদেশের। এর মধ্যে তিন-চারটি প্রতিষ্ঠানে পূবালী ব্যাংকের বিনিয়োগ রয়েছে। ইন্ট্রাকো সোলার পাওয়ারে আমরা প্রথম বিনিয়োগ করেছি। তারপর ডায়নামিক সানের সৌর বিদ্যুৎ কেন্দ্রেও আমরা বিনিয়োগ করেছি। তাছাড়া যারা ছাদে সোলার প্যানেল স্থাপন করছে তাদেরও অর্থায়ন করছি। আমাদের এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই সাসটেইনেবল ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছি।

টেকসই অর্থায়ন খাতে পূবালী ব্যাংকের কী পরিমাণ বিনিয়োগ রয়েছে? এ নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই।

আমাদের মোট বিনিয়োগের ৬০ শতাংশের বেশি টেকসই খাতে করা হয়েছে। আর সবুজ অর্থায়নের পরিমাণ ১৫ শতাংশ। সবুজ অর্থায়নের ক্ষেত্রে আমরা শীর্ষ প্রতিষ্ঠান হতে চাই। ডলার সংকটের সময় আমরা ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের (বিআইআই) কাছ থেকে ৫ কোটি ডলার পেয়েছিলাম। এ বছর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ১০ কোটি ডলারের গ্রিন বন্ডের ম্যান্ডেট পেয়েছি। এখন আমাদের গ্রাহকদের সবুজ উদ্যোগ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করছি এবং এক্ষেত্রে অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার কথা বলছি। টেকসই অর্থায়নের আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণের জন্য ২০২৪ সালে আমরা একটি কর্মসূচি হাতে নিই। এর মধ্যে ৪০ হাজার গাছ লাগিয়েছি। এ কর্মসূচির আওতায় তিনটি নতুন জেলখানায় ১২ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।

অব্যবহৃত জমির মধ্যে বৃক্ষরোপণ ও সব বাসাবাড়ি ও অফিসের ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ কমাতে পারি। এ বছর আমরা টেকসই অর্থায়নের আওতায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে ২ কোটি টাকা বরাদ্দ রেখেছি। এর মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের খাতে আপনারা প্রাধান্য দিচ্ছেন?

অর্থায়নের ক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এমন প্রকল্পের পাশাপাশি পরিবেশবান্ধব প্রকল্পগুলোকে প্রাধান্য দিচ্ছি। বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য অর্থায়নের প্রস্তাব এলে আমরা সেটিকে অগ্রাধিকার দিয়ে থাকি। এক্ষেত্রে প্রয়োজনে সুদের হারেও ছাড় দিই। সামনে ইলেকট্রিক্যাল গাড়ির প্রকল্প এলে সেখানেও আমরা অর্থায়ন করব। আমানতকারীদের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে ঝুঁকি কম এমন ধরনের পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন করব। পাশাপাশি আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে (এসএমই) উৎসাহিত করতে হবে। কেননা এ খাতের উদ্যোক্তারা বড় বিনিয়োগ করতে পারে না। কিন্তু তাদের মধ্য থেকেই কেউ কেউ একসময় বড় উদ্যোক্তা হবে। অবশ্য এসএমই খাতে অর্থায়ন টেকসই ক্যাটাগরিতে স্থান পেলেও সেটি সবুজ অর্থায়নের মধ্যে পড়ে না।

বর্তমানে আপনাদের খেলাপি ঋণের হার কত?

পূবালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে ৪ শতাংশের বেশি। আমাদের লক্ষ্য ছিল এটিকে ৩ শতাংশের মধ্যে রাখা। সাসটেইনেবল রেটিংয়ের ক্ষেত্রে খেলাপি ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে তা ৩ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছি।

টেকসই অর্থায়ন খাতে খেলাপি ঋণের প্রবণতা কেমন?

যারা টেকসই অর্থায়ন নিয়ে থাকেন তারা খুবই সচেতন উদ্যোক্তা। তাদের ক্ষেত্রে খুব বেশি ঋণ খেলাপি হতে দেখা যায় না। তারা করপোরেট সুশাসনকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। ব্যাংকগুলো টেকসই অর্থায়নে গেলে খেলাপি ঋণ কমে আসবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]