
| রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 169 বার পঠিত
সংগৃহীত ছবি
ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ হওয়ার পরও স্বস্তিতে নেই আয়োজক দেশ ভারত। ফলে আসরটির সূচিতে ফের পরিবর্তন আসতে যাচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আগামী ১২ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা পাকিস্তান-ইংল্যান্ডের গ্রুপপর্বের ম্যাচ। একইদিনে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা। যে কারণে বিসিসিআইয়ের কাছে লীগ পর্বের ম্যাচটির সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কালীপূজার দিন বিশ্বকাপের ম্যাচ হলে এক সঙ্গে দু’টি বড় জমায়েতের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে হিমশিম খাবে। থাকবে নিরাপত্তাজনিত শঙ্কা। এক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ এক দিন এগিয়ে ১১ নভেম্বর আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে সিএবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানেই ১২ তারিখের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।
কলকাতা পুলিশের দাবি, কালীপূজা বা দিওয়ালি ঘিরে যে উৎসবের আমেজ থাকে পুরো রাজ্য জুড়ে, তার ভেতর কোনভাবেই ৬৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া সম্ভব না
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam