
| শনিবার, ২৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 48 বার পঠিত
সংগৃহীত ছবি
বোর্ডের আস্থা ঠিক কতখানি, সেটাই যেন আজ বুঝিয়ে দিলেন ওডিআই অধিনায়ক সাকিব আল হাসান, তরুণ এই ব্যাটারকে নিয়ে আজ শনিবার মিরপুরে সাকিব বলেন, ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।’
সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি। জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তবে তার কাছ থেকে অধিনায়ক সাকিবের চাওয়া খুব বেশি নয়, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’
বাংলাদেশ জাতীয় দলে এখন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৫ ক্রিকেটার রয়েছেন। বড় মঞ্চ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে তাদের। তরুণ এসব ক্রিকেটার প্রসঙ্গে সাকিব বলেন, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। ওদের মধ্যে একটা ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের মধ্যে এমন মেন্টালিটি আছে যে ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।’
Posted ৮:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam