
| শনিবার, ০৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 46 বার পঠিত
সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ৩৮তম ওভারের মধ্যে আফগানদের অলআউট করে ৯২ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের সঙ্গে নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, সেভাবে তারা পারফরম্যান্স করেছেন তাতে তিনি খুব খুশি। ম্যাচ সেরা হওয়া মিরাজ ও ফিফটি করা শান্তর প্রশংসা করেছেন তিনি। এছাড়া পেসাররা যেকোন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে বলে মন্তব্য করেছেন এই স্পিন অলরাউন্ডার।
সাকিব বলেছেন, ‘আমরা যেভাবে পারফরম্যান্স করেছে তাতে খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল, শুরুতে একটা উইকেট পেলেই ঘুরে দাঁড়াতে পারবো। অনেকের জন্য ম্যাচটা সহজ ছিল না, কিন্তু যেভাবে আমরা ব্যাটিং-বোলিং করেছি তাতে খুশি।’
দলের পাঁচ পেসারের সঙ্গে মিরাজ-শান্তর প্রশংসা করে সাকিব বলেন, ‘আমরা তিন-চারজন ভালো পেসার পেয়েছি। তারা যেকোন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটা লম্বা টুর্নামেন্ট, আশা করছি সামনে তারা অনেক ভালো বোলিং করবে। মিরাজ খুব ভালো খেলছে। তার সঙ্গে নাজমুল শান্তও সব সময় পারফরম্যান্স করতে চায়।’
Posted ১২:২১ অপরাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam