বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালকে সঙ্গে নিয়ে শাকিবের ‘দরদ’ যাত্রা শুরু

  |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

সোনালকে সঙ্গে নিয়ে শাকিবের ‘দরদ’ যাত্রা শুরু

সংগৃহীত ছবি

শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন সিনেমা ‘দরদ’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। ২৭ অক্টোবর (শুক্রবার) ভারতের বেনারসে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। এরই মধ্যে শাকিব-সোনালের নতুন লুক প্রকাশ্যে এনেছেন নির্মাতা অনন্য মামুন।

প্রকাশিত ছবিতে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে ধরা দিয়েছেন শাকিব খান। তার পরনে ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। অন্য দিকে সোনাল চৌহানের পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ। একটি ছোট ঘরে তাদের শুটিং হচ্ছে। আবহ দেখে আঁচ করা যায়, এটি তাদের ছোট্ট সংসার। যেটার সৃষ্টি হয়ত প্রেম থেকেই হয়েছে। কেননা নির্মাতা বলেই দিয়েছেন, এটি সাইকো-রোম্যান্টিক সিনেমা।

‘দরদ’কে বলা হচ্ছে প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান সিনেমা। এটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ যৌথভাবে প্রযোজনা করছে।

নির্মাণ শেষে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও বাস্তবতা কতখানি তাদের পক্ষে থাকবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

গত ২৫ অক্টোবর মুম্বাইতে ‘দরদ’ সিনেমার আনুষ্ঠানিক সূচনা হয়। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবি সম্পর্কে বিস্তারিত জানান সংশ্লিষ্টরা। ২৬ অক্টোবর বারাণসীতে পৌঁছান শাকিব-সোনালরা। পৌঁছে ব্যতিক্রম রূপে একটি ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন নায়ক। সঙ্গে ছোট্ট কৃতজ্ঞতা, ‘উষ্ণ অভ্যর্থনা। ধন্যবাদ বারাণসী।’

ছবিটিতে শাকিব খান ও সোনাল চৌহানের সঙ্গে বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব, বাংলাদেশের এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, ইমতু রাতিশসহ অনেককে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]