শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাপনকে ক্রিকেটাররা বলেছেন, ‘কোন সমস্যা নেই’

  |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   87 বার পঠিত

পাপনকে ক্রিকেটাররা বলেছেন, ‘কোন সমস্যা নেই’

সংগৃহীত ছবি

বিশ্বকাপে টানা ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষ হতেই বাউন্ডারি লাইনে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মাহেদী যেমন বলেছেন, ‘আসলে বলার কিছু নেই। আমাদের জন্য দোয়া করতে পারেন।’

যেন পরিস্থিতি থেকে পরিত্রাণে দোয়া ভিন্ন কোন পথ খোলা নেই ক্রিকেটারদের সামনে। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ পার করছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানও বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ হচ্ছে দল। অথচ কোচ-ক্রিকেটাররা কোন সমস্যা খুঁজে পাচ্ছেন না। দলের ‘হালচাল’ বুঝতে কলকাতায় যাওয়া বিসিবি সভাপতি পাপন বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সেখানেও তারা বলেছেন, কোন সমস্যা নেই।

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘খেলোয়াড়দের সঙ্গে (আজ) বসেছি। তাদের কোন সমস্যা, কোন অভাব আছে কিনা জানতে চেয়েছি। সাকিবের সঙ্গে বসেছি। মুশফিক, রিয়াদ, মিরাজ, লিটনদের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে, কোন সমস্যা নেই। কেন হচ্ছে না, সেটা ওরাও বুঝতে পারছে না।’

লম্বা সময় বিসিবির সভাপতি হিসেবে আছেন নাজমুল হাসান পাপন। জাতীয় দলের খুব কাছাকাছি থাকেন তিনি। এমন বাজে পরিস্থিতি আগে হয়নি বলেও কলকাতায় সাংবাদিকদের বলেছেন বিসিবি বস।

তিনি বলেন, ‘দলের সঙ্গে ১২-১৩ বছর আছি। নতুন কোন দল নিয়ে আসিনি। একটিই পরিবর্তন– তামিম ইকবাল না আসায় নতুন একজন খেলছে। বাকিদের আমরা চিনি ও জানি। তারা সবাই সামর্থ্যবান। দুঃখজনক হলো- এবার প্রথম দিকের চার-পাঁচজন রান পাচ্ছে না। আগে কখনও এটা দেখিনি। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]