শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বক্রিকেটে সাকিবকে নিয়ে নিন্দার ঝড়

  |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   44 বার পঠিত

বিশ্বক্রিকেটে সাকিবকে নিয়ে নিন্দার ঝড়

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান নানা ঘটনায় আলোচনায় থাকেন। ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় এবার আলোচনা হচ্ছে বিশ্ব ক্রিকেটজুড়েই।

আইসিসি’র নিয়মে টাইমড আউট থাকলেও এর প্রয়োগ হয়নি এতদিন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আউটের ঘটনা ঘটল আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। অ্যাঞ্জেলো ম্যাথিউস দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথিউসকে আউট ঘোষণা করেন।

ম্যাথিউস খানিকটা ধীর গতিতে ক্রিজে এসে স্ট্যান্স নিয়েছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ঐ সময় ম্যাথিউস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথিউস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এই বিলম্ব।

ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেও কমেন্ট্রি বক্সে এখনো চলছে আলোচনা। ওয়াকার ইউনিস, রাসেল আরনল্ডরা সাকিবকে পরোক্ষভাবে সমালোচনাই করেছেন। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়ীসুলভ আচরণ দেখেননি কখনো।’ এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

অনেকে আবার সাকিবের বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন। আইনে টাইমড আউটের বিধান রয়েছে, সাকিব সেটার প্রয়োগ করেছে। আজকের ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। যে জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দৌড়ে এগিয়ে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে সাকিবের এই আবেদনকে অনেকে অত্যন্ত প্রশংসায় ভাসিয়েছেন।

আবার অনেকের দৃষ্টিতে, ম্যাথিউসকে হেলমেটের জন্য দুই মিনিট অতিরিক্ত দিলে কোনো কিছুই হতো না।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও এ নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব। অনেকে সাকিবকে প্রশংসায় ভাসিয়ে বলছেন, ‘সাকিব বুদ্ধিদীপ্ত ক্রিকেটার এটা সেটারই প্রমাণ।’ বাংলাদেশের অনেকেই আবার সাকিবের চরম সমালোচনা করেছেন। এভাবে আউট করে সুবিধা নেওয়াকে নিজেদের দুর্বলতা হিসেবে দেখছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]