বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তর দৃষ্টিকটু আউট নিয়ে যা বললেন জয়

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   48 বার পঠিত

শান্তর দৃষ্টিকটু আউট নিয়ে যা বললেন জয়

সংগৃহীত ছবি

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১০ রান সংগ্রহ করেছে টাইগাররা। প্রথম দিনে দলের হয়ে তিন ব্যাটার আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর ফুলটস বলে আত্মাহুতি দেওয়া নিয়ে চলছে সমালোচনা।

দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করা মাহমুদুল হাসান জয় প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে শান্তর আউট নিয়ে বলছিলেন, ‘একটু তো হতাশাজনক। আউট তো হয়ই, কিন্তু ফুলটস বলে হয়ে গেছে, এটা তো আর সবদিন হবে না। আমি একটু অবাক হইছি যে ফুলটস বলে। এর আগে অনেকগুলো ভালো শট খেলেছিল, তো…।’

‘শান্ত ভাই তো নরমালি (সাধারণত) এমনই ব্যাটিং করে। উনি উনার পরিকল্পনায় ছিল উনি যেমন ন্যাচারাল ব্যাটিং করে, সেটাই করেছে। একটু তো হতাশা থাকবেই। একটা ব্যাটার কিন্তু সবসময় সেট হওয়ার সুযোগ পায় না। যখন পায়, তখন ৩০-৪০ রান করে আউট হলে হতাশারই। ’-যোগ করেন জয়।

এদিন পার্ট-টাইমার বোলার গ্লেন ফিলিপসকে আক্রমণ করে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে টাইগার ব্যাটাররা। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে চার উইকেট তুলে নিয়ে দিনের সেরা বোলার ফিলিপস। জয় বলেন, ‘দেখেন ও অকেশনাল (পার্টটাইমার) বোলার ছিল। আমরা যদি ওকে চার্জ না করি, তাহলে হয়তো দেখা গেল ও যদি ভালো বল করে, মেইন বোলাররা আমাদের আরও চেপে বসবে। আমাদের পরিকল্পনা ছিল অকেশনাল কেউ আসলে ওকে টেক অফ করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজে শট খেলে আউট হয়ে গেছি।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]