
বিনোদন ডেস্ক | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 55 বার পঠিত
সংগৃহীত ছবি
এ বছরেই বিয়ে করেছেন রুশা চট্টোপাধ্যায়, আর তারপরেই কলকাতা ছেড়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী হয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি। একসময় ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিলেন। তার ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ হোক আর ‘ওগো বধূ সুন্দরী’ বেশ জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। তবে বিয়ের পরে অভিনয় ছেড়ে সুখেই সংসার করছেন তিনি।
সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন রুশা। সেখানে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে ছুটির সফরে গিয়েছেন তিনি।
দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ার ছেড়ে অনুরণন রায় চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। অনুরণন পেশায় ইঞ্জিনিয়ার। আপাতত দেশ ছেড়ে বিদেশে গিয়ে সংসার পেতেছেন রুশা। তবে এই বিয়ের পরে ভীষণভাবে কটাক্ষের স্বীকার হয়েছিলেন। একদিকে অভিনয় ছেড়ে দেওয়া অন্যদিকে তার স্বামীকে নিয়েও বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রুশাকে।
তবে সেই সমস্ত কিছুকে তেমন পাত্তা দেননি রুশা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে বিন্দুমাত্রও দুঃখিত নন তিনি। এতদিন যা যা চরিত্রে অভিনয় করেছেন, সবকিছুই তার কাছে ভীষণ উপভোগ্য। আর তাই, ভীষণ ভালো স্মৃতি নিয়েই অভিনয় জীবন শেষ করেছেন তিনি। নতুন একটি ইনিংস শুরু করেছেন।
আর তাই রুশার পোস্টে সবসময়েই থাকে খুশির মেজাজ। বোঝাই যায় নতুন জীবন বেশ উপভোগ করছেন অভিনেত্রী। বর্তমানে কলকাতায় রয়েছেন রুশা। বিয়ের পরে এই প্রথম কলকাতায় এসেছেন তিনি। এখন কিছু এখানেই থাকবেন। সব মিলিয়ে নিজের মতো করেই জীবনকে বেছে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় জীবনের নতুন ইনিংস বেশ ভালোভাবেই উপভোগ করছেন রুশা।
Posted ১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam