শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় দলের অধিনায়ক হতে চান তাসকিনও

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   49 বার পঠিত

জাতীয় দলের অধিনায়ক হতে চান তাসকিনও

সংগৃহীত ছবি

আগামীকাল (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। নামে-ভারে কুমিল্লা এবারও টপ ফেভারিটদের একটি। তবে সেই অনুসারে ঢাকা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। যদিও বর্তমানে দেশের অন্যতম সেরা দুই পেসার আছেন ফ্র্যাঞ্চাইজিটির ডেরায়। আসর শুরুর আগে দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ উঠলে ঢাকার পেসার তাসকিন আহমেদ নিজের ইচ্ছার কথা জানিয়েছেন।

মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার পেসার। ঢাকার নেতৃত্বভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, তার সহ-অধিনায়ক হিসেবে আছেন তাসকিন। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, ‘জি, অবশ্যই (স্বপ্ন আছে)। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’

বিপিএলে নিজের দল ঢাকাকে নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি। আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না।’

তবে স্কোয়াডে বাকি যারা আছেন, তাদের নিয়েই ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী তাসকিন, ‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো (সৈকতকে) সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।’

পরবর্তীতে তাসকিনের কাছ থেকে কেমন প্রত্যাশা, সেটা জানান ঢাকার অধিনায়ক সৈকত, ‘তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।’

আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]