শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খেলোয়াড়দের সঙ্গে বসবেন ক্রীড়ামন্ত্রী

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   53 বার পঠিত

খেলোয়াড়দের সঙ্গে বসবেন ক্রীড়ামন্ত্রী

সংগৃহীত ছবি

ক্রীড়াঙ্গনের প্রাণ খেলোয়াড়রা। ক্রিকেট ও ফুটবল ছাড়া দেশের অন্য সব খেলোয়াড়দের চিত্র ভিন্ন। দুই খেলার বাইরের অন্য সব খেলোয়াড়রা আর্থিকভাবে তেমন স্বাবলম্বীও নন। আজ সাতটি ফেডারেশন ও একটি সংস্থার সঙ্গে মত বিনিময় সভায় খেলোয়াড়দের বিষয়টি উঠে এসেছিল।

২০২০ টোকিও অলিম্পিকে আরচ্যার রোমান সানা সরাসরি নিজ যোগ্যতায় খেলেছেন। ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়া এই আরচ্যারের মাসিক আয় সামান্য কয়েক হাজার টাকা। রোমানের মতো এই রকম আরও অনেকেরই একই চিত্র।

খেলোয়াড়দের আর্থিক ও ক্যারিয়ার নিরাপত্তা নিয়ে পাপন সরাসরি কিছু বলেননি, ‘আজ ফেডারেশনগুলো বলেছে তাদের কথা শুনেছি। সামনে আরও শুনব। অনেক ফেডারেশনের খেলোয়াড় সংকট রয়েছে। খেলোয়াড় বৃদ্ধির চেষ্টা করা হবে।’

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিসিবি’র সভাপতিও। তিনি জাতীয় দলের অনেক ক্রিকেটারদের সরাসরি খোঁজ-খবর নেন। আবার অনেক ক্রিকেটার সরাসরি তার সঙ্গেও যোগাযোগ করেন। এখন ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে অন্য খেলোয়াড়দের নিয়ে তার ভাবনা ব্যক্ত করলেন এভাবে, ‘আমি কয়েকটি খেলার খেলোয়াড়দের সঙ্গে বসব। তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব।’

কোন-কোন খেলার খেলোয়াড়দের তিনি আলোচনার জন্য ডাকবেন সেটি অবশ্য খোলাসা করেননি। তবে শুটার ও আরচ্যারদের সম্ভাবনাই বেশি এমনটাই ইঙ্গিত মিলল তার বক্তব্যে,‘শুটিং ও আরচ্যারির সঙ্গে আলাদাভাবে বসব। তারা অলিম্পিকের জন্য লড়ছে। ক্যারম বলেছে তারাও বিশ্বকাপ খেলছে।’
ক্রীড়াঙ্গনের কাঠামোর শেকড় জেলা ক্রীড়া সংস্থা। সেই জেলা ক্রীড়া সংস্থার সঙ্গেও বসতে চান পাপন,‘প্রথমে আমি মন্ত্রণালয়, এনএসসি’র কর্মকর্তাদের সঙ্গে বসে তাদের কাজ সম্পর্কে জেনেছি। আজ ফেডারেশনগুলো নিয়ে বসলাম। এটি কয়েক দিন চলবে। সামনে জেলা ও সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গেও বসব।’

সকল খেলা দেশের সকল জেলায় প্রযোজ্য নয় আজ প্রথম সভাতেই স্পষ্ট করেছেন নতুন মন্ত্রী,‘উপজেলা-গ্রামীণ পর্যায়ে ফুটবল ও অন্য খেলা যেভাবে প্রচলিত বা জনপ্রিয় সেই আঙ্গিকে রাগবি এবং বাস্কেটবল হবে না। এটা স্বাভাবিক ও বাস্তবিক।’

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]