
খেলাধূলা ডেস্ক | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 43 বার পঠিত
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চর্চায় ছিল ইংল্যান্ডের ‘বাজবল’। দুই মোড়লের মর্যাদার লড়াই ঘিরে কথার লড়াই উত্তাপ আরও বাড়াচ্ছিল। যদিও হায়দরাবাদে আজ থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে নিজেদের চিরচেনা আগ্রাসী ব্যাটিং দেখাতে পারেনি সফরকারীরা। ভারতের পিচে তাদের স্পিনারদের মোকাবিলা করা কতটা দুর্বোধ্য হতে পারে সেটিই যেন হাড়ে হাড়ে টের পেলেন ইংলিশ ব্যাটাররা।
প্রথমে ব্যাট করে ২৪৬ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তিনটি করে উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উল্টো ‘বাজবল’(আগ্রাসী ব্যাটিং) খেললেন ভারতীয় ব্যাটাররা। প্রথম দিনের খেলা শেষে এক উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে ভারত। স্বাগতিকরা এখনো ১২৭ রানে পিছিয়ে আছে।
হায়দরাবাদে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। তারা যে আগ্রাসী ক্রিকেট খেলবে তা আগেই জানিয়েছিলেন স্টোকসরা। সেভাবেই শুরু করেছিলেন দুই ওপেনার। প্রতি ওভারে প্রায় ৫ রান করে নিচ্ছিলেন তারা। ভারতের দুই পেসার বুমরাহ ও সিরাজ খুব একটা সুবিধা করতে পারেননি। তাদের ভালোভাবে খেলে ইংল্যান্ডের দুই ওপেনার সবে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছিলেন। সে সময় স্পিনারদের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। খেলা বদলে যায় তখনই।
ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন অশ্বিন। তার স্পিন বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে যান ডাকেট (৩৫)। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিন নম্বরে নামা ওলি পোপও (১)। জাদেজার বলে রোহিতের হাতে ক্যাচ দেন ইংরেজ ব্যাটার। পরের ওভারেই অশ্বিন তুলে নেন অন্য ওপেনার জ্যাক ক্রলিকে (২০)। ৫৫ রানে কোনো উইকেট না হারানো ইংল্যান্ড হঠাৎ ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে।
প্রথম সেশনে ইংল্যান্ডের ৩ উইকেট পড়েছিল। দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিনরা তুলে নিয়েছিলেন আরও ৫ উইকেট। ৮ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। তার মধ্যেও একা লড়ে গেলেন স্টোকস। ইংলিশ অধিনায়ক ৮০ বলে ৭০ রান করেন। তাকে ফেরান জসপ্রীত বুমরা। তৃতীয় সেশনেও খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। স্টোকসের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ২৫০ পেরোয় তাদের পুঁজি।
বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে একেবারেই চাপে পড়তে দেখা যায়নি মেন ইন ব্লুর ব্যাটিং লাইন আপকে। বরং আগ্রাসী ব্যাটিং করলেন দুই ওপেনার রোহিত-যশস্বী। মাত্র ২৩ ওভারের মধ্যেই ১১৯ রান তুলে ফেলেছে ভারত। যদিও মারকুটে ব্যাটিং করতে গিয়েই নিজের উইকেট ছুড়ে দেন ভারত অধিনায়ক। ২৭ বলে ২৪ রান করে জ্যাক লিচের শিকার হন। অন্যপ্রান্তে ৭০ বলে ৭৬ রানে অপরাজিত আছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তার সঙ্গে আছেন শুভমান গিল।
Posted ১:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam