
খেলাধুলা ডেস্ক | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
সংগৃহীত ছবি
বিপিএলের ঢাকা পর্বের মতোই বিভ্রাট দেখা গেল চট্টগ্রাম পর্বেও। দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যেকার ম্যাচ বন্ধ হয়ে গেল চতুর্থ ওভারের পরেই। জানা যায়, ফ্লাডলাইটের বিভ্রাটের কারণেই বন্ধ আছে দশম বিপিএলের ৩৬তম ম্যাচ।
যদিও মিনিট সাতেক বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ম্যাচ। দ্রুতই সারিয়ে নেওয়া হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইট। ম্যাচের চতুর্থ ওভার শেষ হতেই ঘটে এমন ঘটনা। সেসময় টস জিতে ব্যাট করতে থাকা চট্টগ্রামের স্কোর ছিল ২৫ রানে দুই উইকেট।
ব্যাটিংয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকেই আলোকস্বল্পতার বিষয়ে জানানো হয়। পরে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়ে দুই দল। এদিন প্লে-অফে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগে ব্যাট করছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও শুরুটা একেবারেই ভাল হয়নি তাদের। স্কোরবোর্ডে রান তোলার আগেই ফিরে যান সৈকত আলী। হতাশ করেছেন অস্ট্রেলিয়া থেকে আসা জশ ব্রাউনও।
এর আগে চলতি বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হঠাৎই বন্ধ হয়ে যায় খেলা। সেবার ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গিয়েছিল ফ্লাডলাইট বিভ্রাট। কাকতালীয়ভাবে সেদিনও মাঠে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
Posted ১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam