বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অলিম্পিকে যাবেন মেসি? সাক্ষাতের পর যা বললেন কোচ মাশ্চেরানো

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   35 বার পঠিত

অলিম্পিকে যাবেন মেসি? সাক্ষাতের পর যা বললেন কোচ মাশ্চেরানো

সংগৃহীত ছবি

হ্যাভিয়ের মাশ্চেরানো এবং লিওনেল মেসি। দুজন মিলে ফুটবল জীবনের চড়াই-উৎরাই খুব কাছ থেকেই দেখেছেন। বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছেন, একের পর এক সাফল্য পেয়েছেন। আবার আর্জেন্টিনার হয়ে টানা তিন ফাইনাল হারার যন্ত্রণা সয়েছেন। মেসিকে অত কাছ থেকে দেখার সুযোগ কজনেরই বা ছিল। মাশ্চেরানো তাই আরও কোটি কোটি ভক্তের মতোই মেসিতে অনুরক্ত।

মাশ্চেরানো এখন ফুটবল ছেড়ে কোচিংয়ে মনোযোগী হয়েছেন। কদিন আগেই ব্রাজিলকে হারিয়ে তার দল নিশ্চিত করেছে অলিম্পিকের টিকিট। আগেই জানিয়েছিলেন, অলিম্পিকে জায়গা নিশ্চিত করলে লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়াকে নিজের দলে চান তিনি। অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল হলেও তিন সিনিয়র খেলোয়াড় নেওয়া সম্ভব।

তবে ডি মারিয়া আগেই জানিয়েছেন, কোপা আমেরিকার পরেই আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখতে চান তিনি। এরপর আকাশী নীল এবং সাদার ওই জার্সিতে কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার সর্বজয়ী এই উইঙ্গারকে। তবে মেসি কিছুই জানাননি। যে কারণে মাশ্চেরানো নিজেও সুযোগ নিয়ে উড়াল দিয়েছেন মেসির কাছে। আনুষ্ঠানিকভাবে দিলেন অলিম্পিকে খেলার প্রস্তাব।

জবাবে মেসি যা উত্তর দিলেন, তাতে খানিক আশাবাদী হতে পারেন আর্জেন্টিনার ভক্তরা। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে মাশ্চেরানো জানান, ‘আমি লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করেছে। অলিম্পিকের আগে এখনো অনেকটা সময় বাকি।’

অলিম্পিকের কাছাকাছি সময়ে কোপা আমেরিকার মতো টুর্নামেন্টও অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। সেটাও উল্লেখ করলেন যুব দলের কোচ, ‘এটাও বিশেষভাবে বিবেচনা করতে হবে, সামনে কোপা আমেরিকাও আছে। এটা খুব সহজ পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো শারীরিক শক্তি তার সত্যিই আছে কি না।’

লিওনেল মেসির ওপর বাড়তি চাপ দিতেও রাজি নন সাবেক এই অধিনায়ক, ‘আমাদের বুঝতে হবে, লিও জানে বয়স তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে নিজের ব্যস্ত সূচি নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।’

অবশ্য মেসিকে পাওয়ার জন্যও নিজের দরজা খোলা রেখেছেন মাশ্চেরানো, ‘আমরা তাকে খেলার জন্য আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখব। আর আমরা তাকে তার যা প্রয়োজন তা দেব, যেন সে বিষয়টি নিয়ে চিন্তা করতে পারে। পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তার অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়।’

Facebook Comments Box
advertisement

Posted ১:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]