শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বধির দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশের শাহিন

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   48 বার পঠিত

বধির দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশের শাহিন

সংগৃহীত ছবি

প্রথম এশিয়া প্যাসিফিক ইনডিভিজুয়্যাল বধির দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মোঃ ওবায়দুল ইসলাম শাহিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের মোহাম্মদ আমিনুল ইসলাম রানার-আপ ও কিরগিজস্তানের কিম এডওয়ার্ড তৃতীয় স্থান লাভ করেন।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে এককভাবে কাজাকস্তানের নুরিমভ বেরিক চতুর্থ, কিরগিজস্তানের রাখাতবেকভ তিলিজেন পঞ্চম, কিরগিজস্তানের আলমাজবেকভ সাবদেন ষষ্ঠ ও বাংলাদেশের মোঃ হোসেন আলী সপ্তম স্থান লাভ করেন। চার পয়েন্ট করে নিয়ে কাজাকস্তানের দনসিস্কিক ভ্লাদিমির অষ্টম, কাজাকস্তানের তুরমানভ বেরিক নবম ও বাংলাদেশের মোঃ আলী নেওয়াজ সরকার দশম স্থান লাভ করেন।

আজ শেষ রাউন্ডের খেলায় মোঃ ওবায়দুল ইসলাম শাহিন নুরিমভ বেরিকের সাথে, মোহাম্মদ আমিনুল ইসলাম রাখাতবেকভ তিলিজেনের সাথে ও আলমাজবেকভ সাবদেন দনসিস্কিক ভ্লাদিমিরের সাথে ড্র করেন। মোঃ হোসেন আলী কিম কাজাকস্তানের গোরোখোভা নাতালিয়াকে ও মোঃ আলী নেওয়াজ সরকার কাজাকস্তানের কুজেরবায়েভ এলডোসকে পরাজিত করেন।

৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত স্ট্যাডার্ড দাবার এ ইভেন্টে বাংলাদেশ, কাজাকস্তান, কিরগিজস্তান ও মঙ্গোলিয়ার ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

আজ বিকালে অনুষ্ঠিত ১ম এশিয়া প্যাসিফিক ইনডিভিজুয়্যাল বধির ব্লিডজ দাবা চ্যাম্পিয়নশিপে মঙ্গোলিয়ার জানচিভনিয়ামবু এনখবায়ার ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ব্লিডজ দাবায় বাংলাদেশে মোঃ আলী নেওয়াজ সরকার সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মোহাম্মদ আমিনুল ইসলাম তৃতীয় স্থান লাভ করেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে কাজাকস্তানের নুরিমভ বেরিক চতুর্থ ও কিরগিজস্তানের কিম এডওয়ার্ড পঞ্চম স্থান লাভ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]