শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইপিএলের জন্যই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া : ওয়ার্নার

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

আইপিএলের জন্যই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া : ওয়ার্নার

সংগৃহীত ছবি

গেল বছর স্বাগতিক ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ের জন্য আইপিএলকে কৃতিত্ব দিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় রোহিত শর্মাদের। সেই ম্যাচে ওয়ার্নার খুব বেশি রান করতে পারেননি যদিও। কিন্তু অন্য ওপেনার ট্র্যাভিস হেড ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। ২৪১ রান তাড়া করতে নেমে ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

সেই জয় প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘আমরা আইপিএল খেলেছি। জানি ভারতের পিচ কেমন। আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের পরিচিত। লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম। এগুলোই আমাদের সাহায্য করেছে।’

টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহেমেদাবাদে। সেটাও অস্ট্রেলিয়ার পক্ষে গিয়েছিল বলে মনে করছেন ওয়ার্নার।

তিনি বলেন, ‘আমাদের কিছু হারানোর ছিল না। ২০০৯ সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভালো করে চিনতে শুরু করেছি। আহমেদাবাদ এমন একটা মাঠ, যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি। আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখে। বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করছিলাম। বুকের উচ্চতায় বল করছিলাম। ব্যাট করার সময় ফাঁক খুঁজছিলাম মেলবোর্নকে মাথায় রেখেই। সেই কারণে সহজে দু’রান নিতে পারছিলাম।’

ওয়ার্নার মনে করেন না অস্ট্রেলিয়ার জয়টা নিছক কোনো ঘটনা। তার মতে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে সফল হয়েছিল। অজি এই ওপেনার বলেন, আমাদের দল খুবই অভিজ্ঞ। যেভাবে খেলব ভেবেছিলাম, ঠিক সে ভাবেই খেলতে পেরেছি। কারণ আমরা উইকেটটা বুঝতে পেরেছিলাম।’

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]