শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে কি না জানাল বিসিবি

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   121 বার পঠিত

বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে কি না জানাল বিসিবি

সংগৃহীত ছবি

বড় রকমের আশা নিয়ে নাজমুল হোসেন শান্তর অধীনে ১৫ সদস্যের বাংলাদেশ দল গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তিন ম্যাচের সিরিজ খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আর সেখানেই নিজেদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সহযোগী এই দেশের বিপক্ষে সিরিজ হেরেই বসেছে টাইগাররা। বিশ্বকাপের আগে এমন হার স্বাভাবিকভাবেই ধাক্কা দিয়েছে দলের ওপর। কথা উঠেছে বৈশ্বিক আসরের প্রস্তুতি নিয়েও।

বিশ্বকাপ দলে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য সরাসরিই না বলেছেন। তিনি বলেন, ‘এটা (২৪ মে পর্যন্ত দল পরিবর্তন) গৎবাঁধা একটা নিয়ম ছিল। বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক দলকে সুযোগ দেওয়া হয়েছিল। সে আলোকে ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ ছিল।’

লিপু বলেন, ‘প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন, কোচ এবং আমরা নির্বাচকরা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম। এ মুহূর্তে যে দল আছে, সে দলটাই বহাল রেখেছি। বিশ্বকাপে যাতে ভালো কর‍্যতে পারি সেই আশা করছি। যে দল নির্বাচন করেছিলাম সেই দলের উপরই আস্থা রাখছি।’

অবশ্য বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াবে দল দাবি লিপুর। বিশেষ করে দুই প্রস্তুতি ম্যাচে ভালো উইকেটে খেলা নিয়ে আশাবাদী তিনি, ‘আমরা সময় পাব। প্রস্তুতি ম্যাচও খেলব। প্রত্যেক খেলোয়াড়, দল, দেশ, মানুষ আশা রাখছে দল যেন ভালো করে। এই প্রত্যাশা থাকবে। আমার বিশ্বাস, যে কয়দিন ট্রেনিংয়ের সুযোগ পাব সাথে দুটি ওয়ার্ম আপ ম্যাচ, সেখানে ভালো উইকেটে খেলার সুযোগ পাব। আমার বিশ্বাস তারা আস্থার জায়গা ফিরে পাবে।’

লিপুর ভাষ্য, ‘ফর্ম যথেষ্ট ভালো নাও হতে পারে তবে আস্থার জায়গা অর্জন করতে পারবে। যদিও প্রতিপক্ষ ভারত, অনেক শক্তিশালী দল। তারপরও যে দুই ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ আছে সেই দুই ভেন্যুতেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাব। এই ভেন্যুর চেয়ে অনেক ভালো উইকেট হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]