শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কুম্বলে

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   72 বার পঠিত

দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কুম্বলে

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ ২ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে বড় অবদান ছিল লিটন দাসের। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লিটনের পারফরম্যান্স ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করেন অনিল কুম্বলে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ বলে ৩৬ রান করেছিলেন লিটন। তবে লো স্কোরিং ম্যাচে সেটা ছিল দারুণ কার্যকরী। আজকের ম্যাচে লিটনের পাশাপাশি সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন কুম্বলে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।’

এ ছাড়া শান্ত এবং সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে, ‘শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।’

বাংলাদেশের বোলারদের নিয়ে কুম্বলে বলেন, ‘গেল ম্যাচে তাসকিন-মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লে’তে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখতে হবে। প্রথম ৬ ওভারে বেশী উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ।’

‘আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন। যদি না আপনি উপমহাদেশের দল হন। তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই। আপনি জানেন না কত রান করতে হবে, মিলারকেও জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে সে উইকেটে থিতু হতে পেরেছিল।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]