
| বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 35 বার পঠিত
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিমান বাংলাদেশের যৌথ উদ্যোগে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ উদ্যোগের মধ্য দিয়ে বিমানের আর্থিক ব্যবস্থাপনায় সূচনা হলো এক নতুন অধ্যায়ের। স্ট্যান্ডার্ড চার্টার্ডের আধুনিক হোস্ট টু হোস্ট (এইচটুএইচ) প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এ আঞ্চলিক ট্রেজারি সেন্টার বিমানের আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করবে।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam