বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামী বছর অক্টোবরে ফিরছে দৃশ্যম ৩

  |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   55 বার পঠিত

আগামী বছর অক্টোবরে ফিরছে দৃশ্যম ৩

আগামী বছর অক্টোবরে ফিরছে দৃশ্যম ৩

দীর্ঘ অপেক্ষার পর আবার বলিউডের পর্দায় ফিরছে অন্যতম জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘দৃশ্যম’। সিনেমাটির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। দিনটি ‘গান্ধীজয়ন্তী’ হিসেবে পরিচিত, যা সিরিজের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তারিখটি দৃশ্যম ভক্তদের জন্য একটি প্রতীকী তারিখ, যা আগের দুই কিস্তিতে উল্লেখযোগ্যভাবে ব্যবহার হয়েছে।

দর্শকের স্মৃতিতে এখনো টাটকা ‘২ অক্টোবর আমরা পাভ ভাজি খেয়েছিলাম’ সংলাপ। দিনটির পেছনে লুকানো ছিল ভয়ংকর এক রহস্য। এবারো সেই ২ অক্টোবরেই পর্দায় ফিরছেন বিজয় সালগাঁওকার যার ছায়ায় অভিনয় করবেন অজয় দেবগন। এবারো তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সঙ্গে ফিরছেন শ্রীয়া শরণ, টাবু, ইশিতা দত্ত ও অক্ষয় খান্না। তবে এবার চিত্রনাট্যে থাকছে নতুন চমক ও মোড়।
সিনেমাটির পরিচালনায় থাকছেন অভিষেক পাঠক। তিনি ‘দৃশ্যম ২’ দিয়ে চলচ্চিত্র পরিচালনা জগতে অভিষেক ঘটিয়েছিলেন। এর প্রযোজনা করছে প্যানোরামা স্টুডিওস ও ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড।

চলচ্চিত্রটির শুটিং শুরু হবে এ বছরের আগস্টে। এর আগে অজয় দেবগন ব্যস্ত থাকবেন ‘দে দে পেয়ার দে ২’, ‘ধামাল ৪’ ও ‘রেঞ্জার’ ছবির কাজে। এর মধ্যেও দৃশ্যম ৩-কে তিনি দিয়েছেন অগ্রাধিকার। সূত্র বলছে, পরিচালক ও লেখক দল চিত্রনাট্য শোনানোর পরই তিনি কাজ করতে রাজি হন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম দৃশ্যম ছবিটি ছিল মালয়ালম হিট সিনেমার হিন্দি রিমেক। এরপর ২০২২ সালে আসে এর দ্বিতীয় কিস্তি। দুই ছবিই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। ছবির রহস্যঘেরা গল্প ও সাধারণ পরিবারের টানটান উত্তেজনার লড়াই দর্শকের মনে জায়গা করে নেয়। দৃশ্যম ৩-এর ঘোষণা আসতেই অনলাইনে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকেই বলছেন, বিজয়ের গল্প এখানেই শেষ নয়। বরং এবার গল্প আরো বেশি গভীর ও জটিল হতে চলেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]