
| সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত
সঞ্চিতি ঘাটতি ১৮ হাজার ৫৫৭ কোটি টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির সঞ্চিতি ঘাটতির পরিমাণ গত বছরের ডিসেম্বর শেষে ১৮ হাজার ৫৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে ২০২৩ সালের ডিসেম্বর শেষে এ ঘাটতির পরিমাণ ছিল ১৬০ কোটি টাকা। ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সঞ্চিতি ঘাটতির বিষয়টি নিরীক্ষকের মতামতে উঠে এসেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আইএফআইসি ব্যাংকের আর্থিক প্রতিবেদনের ওপর নিরীক্ষকের প্রদত্ত মতামত প্রকাশ করা হয়েছে।
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৬০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৩ পয়সায়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৯০ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮। এর মধ্যে সরকারের কাছে ৩২ দশমিক ৭৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৩৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৬৩ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫ দশমিক ২৭ শতাংশ শেয়ার।
গত বৃহস্পতিবার ডিএসইতে আইএফআইসি ব্যাংকের শেয়ার সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে্। গত এক বছরে ব্যাংকটির শেয়ারদর ৫ টাকা ৪০ থেকে ১১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam