
| মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 39 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে আর্থিক খাতে নারীর অংশগ্রহণ সংক্রান্ত সেমিনার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের উত্তরা শাখায় সম্প্রতি ‘আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ইভিপি মো. আবু ছায়েম। এছাড়া ব্যবস্থাপকদের মধ্যে ছিলেন উত্তরা শাখার মো. আবু হানিফ, মিরপুর শাখার নাজির আহমেদ, গরীব-ই-নেওয়াজ শাখার মো. আসিফুল হক, উত্তরখান শাখার এবিএম মাহফুজুল আলম, পল্লবী শাখার সৈয়দ জানে আলম ও টঙ্গী শাখার (চলতি দায়িত্ব) শাহ আলম মিয়া। সেমিনারে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন অংশ নেন।
Posted ৪:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam