
| মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 26 বার পঠিত
মেট্রোরেলের শাহবাগ স্টেশনে এটিএম বুথ স্থাপন করেছে এনসিসি ব্যাংক
মেট্রোরেলের শাহবাগ স্টেশনে একটি এটিএম বুথ স্থাপন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি ফারুক আহমেদ এবং এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকারিয়া, পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম, যুগ্ম সচিব ও কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, মহাব্যবস্থাপক (সিগন্যালিং ও টেলিকম) মো. নজরুল ইসলাম, যুগ্ম সচিব ও মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) শাব্বীর আহমদ এবং এনসিসি ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা ও হেড অব কার্ডস মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam