
| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
এবি ব্যাংকের উদ্যোগে কক্সবাজারে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
এবি ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের অধীনে কক্সবাজারে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় কয়েকজন উদ্যোক্তাকে ঋণ দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের এএমডি জেডএম বাবর খান। এ সময় এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ফজলুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৫:১২ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam