
| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 49 বার পঠিত
শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন করেছে আইসিবি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে গতকাল ‘ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইসিবি ও এর আওতাধীন তিনটি সাবসিডিয়ারি কোম্পানি অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ‘বিনিয়োগকারীর আনপেইড ডিভিডেন্ড’ শীর্ষক ধারণাকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়। আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অতিরিক্ত সচিব মো. আহসান কবীর। বিশেষ অতিথি ছিলেন এফআইডির যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন এবং আইসিবির ডিএমডি মো. নূরুল হুদা। এ সময় আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলো সিইও এবং জিএমরা উপস্থিত ছিলেন।
Posted ৫:১১ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam