
| শনিবার, ০২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত
সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ
বেসরকারি খাতের অন্যতম ব্যাংক সাউথইস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ জুলাই ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে গত ৪ মে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা আগামী ৩ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন।
ছুটিতে পাঠানোর পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।
নুরুদ্দিন মো. ছাদেক হোসেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের ৫ এপ্রিল তার আগে এই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
Posted ৬:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam