যশোরে প্রিমিয়ার ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আরআরএফ মিলনায়তনে শনিবার আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। এ সময় যশোর ছাড়াও খুলনা, বরিশাল ও ঢাকার ১৩টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির জন্য সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক আবু কাশেমের সভাপতিত্বে সভায় এএমডি শামসুদ্দিন চৌধুরী, প্রধান আইনি পরামর্শ কর্মকর্তা আবুল মজিদ এবং ডিএমডি সৈয়দ আবুল হাসেম বক্তব্য দেন।