বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের শাকিব-রাফী জুটি, ঈদে আসছে ‘তাণ্ডব’

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   62 বার পঠিত

শাকিব খান ও রায়হান রাফী

গেল ঈদে শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে দর্শকদের উপহার দিয়েছেন ‘তুফান’, যা রীতিমতো তাণ্ডব ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে। এরপর সিনেমাটির সিক্যুয়াল আসার কথা থাকলেও আপাতত সেটি বিরত রয়েছে।

এরমধ্যে নতুন খবর হলো, শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। নির্মাণ হতে যাচ্ছে তাদের সিনেমা, যেটির নাম ‘তাণ্ডব’। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

তিনি বলেন, গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী।তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি।জানা গেছে, ফুল ফ্লেজড অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে।

চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় অর্থাৎ কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]